চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় চালু হলো ব্র্যাক সাজন এক্সচেঞ্জ

রেমিটেন্স উত্তোলনে উন্নত সেবা দিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ ঢাকায় কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দেয়া হবে বলে জানানো হয়।

বুধবার রাজধানীর মধ্য বাড্ডায় এর কার্যক্রম উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের পরিচালক কাজী মাহমুদ সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক সাজন সহজ রেমিটেন্স এবং বিনিয়োগ সুবিধার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্ষমতায়ন নিশ্চিত করছে। খুব সহজেই উন্নত সেবা দেয়া হচ্ছে গ্রাহকদের।

ব্র্যাক সাজন যুক্তরাজ্যের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক বাংলাদেশি এক্সচেঞ্জ কোম্পানি। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আসা মোট রেমিটেন্সের ৩২ শতাংশ আসে এর মাধ্যমে। গত বছর বাংলাদেশে ২২৫ মিলিয়ন ডলার এসেছে এর মাধ্যমে। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশেও রেমিটেন্স সেবা প্রদান করে আসছে ব্র্যাক সাজন।