চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হালকা বৃষ্টির পরে বাড়ছে শীত

রাজধানী ঢাকায় বুধবার সকাল ১০টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো নগরী, সঙ্গে হালকা বাতাস। এই বৃষ্টির পরে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

তবে এরআগেই পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারিতে বৃষ্টির সাথে সাথে বাড়বে শীত। ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রোদ থাকায় রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় শীতের অনুভূতি কিছুটা কম ছিল। তবে আশা করা যাচ্ছে বুধবারের পর থেকেই বদলে যাবে আবহওয়া।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। দেশের সবস্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরো বাড়বে।

বুধবার বেলা ১১টা-১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দুপুর ও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ ০ থেকে ২৫ মি.মি পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী ছাড়াও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে এবং অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।