চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকার দুই মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকার আদালতে চলা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা জামিন আবেদনের বিষয়ে হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার।

বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের উপর শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি আ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন।

বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি হয়েছে এই অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় ২০১৬ সালে আর একটি মামলা করা হয়।

আর গত ২২ মে এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।