চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ড্র ম্যাচের শেষদিন সাইফউদ্দিনের সেঞ্চুরি

বিসিএলে সেন্ট্রাল জোন-ইস্ট জোনের ড্র হওয়া ম্যাচের শেষদিন সেঞ্চুরি পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার ১৭৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন ইস্ট জোনের এই খেলোয়াড়।

চারদিনের এই ম্যাচে সেন্ট্রাল জোন টস জিতে আগে ব্যাট করে ৫৪৬ রানে অলআউট হয়। দলটির হয়ে ডাবল সেঞ্চুরি করেন আব্দুল মজিদ। ২৪৬ বলে ২০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া শতক পান সাদমান ইসলাম।

ইস্ট জোন জবাব দিতে নেমে ওপেনার লিটন দাসের ডাবল সেঞ্চুরিতে (২৭৪) দারুণ শুরু পায় তারা। মিডলঅর্ডারে সেঞ্চুরি পান আফিফ হোসেন (১৪২)।  আর শেষদিন সেঞ্চুরি করলেন সাইফ।

সাইফ বল হাতেও ভালো করেছেন। ২২ ওভার হাত ঘুরিয়ে ৭৭ রান দিয়ে দুই উইকেট নেন। ব্যাট করতে নেমে ২৩২ মিনিট ক্রিজে ছিলেন। তিন শতকে পৌঁছালেই তার দল ৭১১ রানে ইনিংস ঘোষণা করে। সাইফের ইনিংসে ১১টি চারের মার ছিল।

ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন দাস।

সাইফরা ইনিংস ঘোষণা করলে তাদের লিড হয় ১৬৫ রানের। সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৬ রান তুলতে দিন শেষ হয়ে যায়। ইস্ট জোনের আরেক ইনিংস বাকী থাকতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।