চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ড্রোন হামলায় ২ জিম্মির নিহতের বিষয় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবিরোধী অভিযানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়দার হাতে জিম্মি থাকা এক মার্কিন নাগরিকসহ দুজন নিহত হয়েছিলেন বলে স্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ওই অভিযান চালানো হয়েছিল।

নিহত দুজন ছিলেন মার্কিন নাগরিক ওয়ারেন উইনস্টেন এবং ইতালির নাগরিক জিওভান্নি লো পোরতো। এ ছাড়া ওই অভিযানে আল-কায়দার দুই নেতা আহমেদ ফারুক এবং অ্যাডাম গাডান নিহত হন। ওয়ারেন ছিলেন উন্নয়নকর্মী। ২০১১ সালে পাকিস্তানের লাহোরে নিজের বাসা থেকে তিনি অপহৃত হন। জিওভান্নি কাজ করতেন একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থায়। ২০১২ সালের জানুয়ারিতে পাকিস্তানের মুলতান থেকে অপহরণ করা হয় তাকে। অভিযানে তাদের দুজনের নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।