চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডোপপাপে নিষিদ্ধ অলিম্পিক সোনাজয়ী

রক্তে নিষিদ্ধ ড্রাগের নমুনা মেলায় নিষেধাজ্ঞায় পড়েছেন ২০১৬ রিও অলিম্পিকের ম্যারাথনে সোনাজয়ী কেনিয়ার নারী অ্যাথলেট জেমিমা সামগং। তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাথলেটিক কেনিয়া।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক ফেডারেশনের (আইএএএফ) এক পরীক্ষায় রক্তে নিষিদ্ধ ‘ইপিও’র নমুনা ধরা পড়ে ৩২ বছর বয়স্ক জেমিমার।

ইপিও বা এরিথ্রোপোটিন একপ্রকার কৃত্রিম হরমোন, যা রক্তে দ্রুত লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে সহায়তা করে। খেলার আগে এ ধরনের হরমোন দেহে প্রবেশ করালে খেলোয়াড়রা বাড়তি অক্সিজেন সঞ্চয় করতে পারেন এবং সহজে ক্লান্ত না হয়ে দ্রুত দৌড়াতে পারেন।

২০১২ সালে একই ধরনের ডোপ পাপে নিষিদ্ধ হয়ে লন্ডন অলিম্পিকসের ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেননি সামগং। খেলতে পারবেন না চলতি বছরের শেষে লন্ডন ম্যারাথনেও।