চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ১৪৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৪৩ জন নতুন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৩৯ জন। এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত দুই হাজার পাঁচশত ১৮ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিয়েছেন। আর এখনো পর্যন্ত ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।