চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ডিসেম্বরে নয়, আগস্টে করোনাভাইরাস ছড়ায় চীনে’

২০১৯ সালের ২৭ ডিসেম্বর প্রথম করোনাভাইরাস এর অস্তিত্ব ধরা পড়ার কথা বলেছিল চীন। কিন্তু হার্ভার্ডের একদল গবেষক স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দাবি করেছেন: ডিসেম্বর নয় আগস্টেই চীনে করোনা ছড়িয়েছিল। চীন সে তথ্য গোপন করেছে।

আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের করোনাভাইরাসের তথ্য গোপন করার অভিযোগ ছিলো চীনের বিরুদ্ধে। গবেষকদের এ দাবিতে সে পালে পেল নতুন হাওয়া৷

সাম্প্রতিক একটি গবেষণায় জানা যাচ্ছে: ২০১৯ সালের আগস্ট থেকেই চীনে করোনা তার অস্তিত্ব জানান দিতে শুরু করে।

উহানের পার্কিং লটের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে গবেষকরা বলছেন: গত বছর আগস্ট থেকেই হাসপাতালে বিভিন্ন রোগীদের মধ্যে কাশি, ডায়রিয়ার মত উপসর্গ দেখা দিতে শুরু করেছিল। তখন থেকেই চীনে করোনা ভাইরাস ছড়াতে শুরু করে।

তাদের মতে, উহানের সামুদ্রিক বাজারে ভাইরাস খোঁজ মেলার আগেই দেখা দেয় উপসর্গ।

গবেষকরা অবশ্য বলছেন: আগে থেকেই উপসর্গের সাথে কোভিড-১৯ এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত নয়। তবে আমাদের গবেষণায় যে সব উপসর্গ ধরা পড়েছে তা সামুদ্রিক খাবারের বাজারে করোনা সনাক্ত হওয়ার অনেক আগে ঘটে। অর্থাৎ এর থেকে অনুমান করা যায় দক্ষিণ চীনে এই ভাইরাসটি প্রথম দেখা যায়। এবং উহানে প্রথম নজরে আসার আগে থেকেই এই ভাইরাসটি ছড়াতে শুরু করেছিল।

এছাড়াও তারা জানান: আগস্টে যে ধরণের কাশি ডায়রিয়ার উপসর্গ মিলেছে তা এর আগে অন্য কোনও অসুখে দেখা যায়নি।