চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিএসইতে লেনদেন কমলেও সূচক বেড়েছে

লেনদেন কমলেও সূচক বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। দিনশেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫ শ’ ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩শ’ ৯ টি কোম্পানির ৭শ’ ৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের, যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা কম।

এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১শ’ ৩৩টির এবং অপরিবর্তিত থাকে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।