চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাবল সেঞ্চুরির দিনে ৭ হাজারি ক্লাবে মরগান

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক রেকর্ড গড়লেন ইয়ন মরগান। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজার রান করার কীর্তি গড়েছেন ইংলিশ অধিনায়ক। একই ম্যাচে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার কীর্তিও গড়েন মরগান।

অবশ্য দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৭ হাজার রান পূর্ণ করেছেন মরগান। ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংলিশ কাপ্তানের। ২০০৯ সাল থেকে ইংল্যান্ডের জার্সিতে খেলছেন তিনি।
বৃহস্পতিবার ওভালে লুনগি এনগিডির করা ইনিংসের ২৬তম ওভারে দারুণ এক ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন মরগান। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৬২৯০ রান তার দখলে। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে ২৩ ম্যাচে ৭৪৪ রান করেন তিনি।

রেকর্ড গড়া ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে ৫৭ রান করেছেন মরগান।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান (৫৪০২) রান জো রুটের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।