চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাকাতির ৩ মাস পর আন্তঃজেলা ডাকাত সর্দার আখের আলী গ্রেপ্তার

গোপালগঞ্জের বেদগ্রাম বাজারের অটোপার্টসের দোকানে ডাকাতির ৩ মাস পর আন্তঃজেলা ডাকাত সর্দার আখের আলীকে ফরিদপুরের মধুখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।

তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার, ঘোরাখালী গ্রামে। সে ওই গ্রামের জহুর কাজীর ছেলে।

গ্রেপ্তারের কথা জানিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান: পুলিশের কাছে আটক আন্ত:জেলা ডাকাত সর্দার আখের আলী গত ২৮ ডিসেম্বর মধ্যরাতে নাইট গার্ডকে বেঁধে রেখে বেদগ্রাম বাজারের “গোপালগঞ্জ অটোপার্টস” এর সাটার কেটে ৫২ সেট(২০০ পিস) অটোরিক্সার ব্যাটারী নিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত আখেরের নামে আরো ৫টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।

মামলার তদন্তকারী অফিসার গোপালগঞ্জ থানার এসআই মো. মিজান বলেছে: গোপালগঞ্জ পুলিশ সুপার মো, মুহম্মাদ সাইদুর রহমানের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে ডিজিটাল পদ্বতির ব্যবহারের মাধ্যমে আন্তঃজেলা ডাকাত সর্দার আখের আলীকে ফরিদপুরের মধুখালী এলাকা থেকে গ্রেফতার হয়েছে। এ সময় এএসআই সাইদুল, কনস্টেবল তানভীর ও কালাম উপস্থিত ছিল।