চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাকাতির ঘটনায় পুলিশ কর্মকর্তা অাটক

রাজধানীতে বাস আটকে ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশের কাছে অন্য সহযোগীদের নাম জানিয়েছে জনতার হতে আটক পুলিশের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

ডাকাতির সময় ফেলে যাওয়া মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরৎ পেতে আদালতে আবেদন জানিয়েছেন কাফরুল থানার ওসি।

যাত্রাবাড়িতে বিআরটিসি বাস থামিয়ে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধর করে হাতকড়া পরিয়ে তার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর জনতার হাতে ধরা পরে কাফরুল থানার এক পুলিশ কর্মকর্তা।

গ্রেফতার এস. আই রফিকুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা।

ডিবি জয়েন্ট কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, সে ঘটনা স্থলে উপস্থিত থেকে ডাকাতদের সহযোগিতা করেছে এবং ডাকাতিতে অংশ নিয়েছে। এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেফতার করেছে পুলিশ।

এরা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র, তাদের শনাক্ত করা হয়েছে। অন্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ব্যবসায়ীর অর্থও উদ্ধারের চেষ্টা চলছে।

ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়া পুলিশ কর্মকর্তার সঙ্গে ছিলো তদন্তাধীন কয়েকটি মামলার গুরুত্বপূর্ণ নথি। চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করে এস. আই রফিকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।