চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঠাকুরগাঁওয়ে স্কুল ভবন ধস, খোলা আকাশের নীচে পাঠদান

ঠাকুরগাঁওয়ের ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে খোলা আকাশের নীচে।

ভবনে ফাটল ও ছাদ ধসে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে কমলমতি শিশুদের। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, ভবন পুন:নিমার্ণের জন্য এলজিইডিকে চিঠি দেয়া হয়েছে।

প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে কমলমতি শিক্ষার্থীদের এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় ভবন ঝুঁকিপুর্ণ হওয়ায় বিদ্যালয় চত্বরে লাল পতাকা উড়ানো হয়েছে।

১৯০১ সালে বিদ্যালয়টি স্থাপিত হলেও নতুন ভবন নির্মাণ করা হয় ১৯৯৭ সালে। মাত্র ২০ বছরেই বিদ্যালয় ভবনে ফাটল ও ছাদ ধসে পড়ায় হতবাক অভিভাবক ও স্থানীয়রা।

শ্রেনী কক্ষ ধসে পড়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমছে। ঝুঁকি থাকায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরা।

ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতি কথা বলে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এরশাদুল ইসলাম জানান, বাজেট অনুযায়ী ভবনটি তৈরি না হওয়ায় অল্প দিনেই ধসে

ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষকও। ৭ জন শিক্ষকের জায়গায় বিদ্যালয়ে আছেন মাত্র ৩ জন শিক্ষক।

নতুন ভবন নির্মাণ না হলে সামনে বর্ষা মৌসুম খোলা আকাশের নীচে কিভাবে ক্লাস করবে তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে