চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় কাওনের চাষে লাভবান কৃষক

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় কাওনের চাষ করেছেন কৃষক। লাভজনক বহুমাত্রিক ফসল চাষের প্রতিযোগিতায় এ বছর জেলার অনেক কৃষক চাষ করেছেন কাওন।

খরাসহিষ্ণু ও রোগবালাইমুক্ত কাওন বহু বছর আগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চাষ হতো। সময়ের সাথে সাথে উচ্চফলনশীল ও লাভজনক ফসল চাষে ঝুঁকে পড়েন উত্তরাঞ্চলের কৃষক। এর ধারাবাহিকতায় এবার অনেক কৃষক কাওনের চাষ করেছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, কাওন চাষে জমির উর্বরাশক্তি অনেক বেড়ে যায়।

জেলার হাট-বাজারগুলোতে প্রতি কেজি কাওন বিক্রি হচ্ছে ৮০ থেকে একশ’ টাকায়। বেলে দো আঁশ মাটিতে কাওনের চাষ ভালো হয়।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: