চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নাবি জাতের আম উৎপাদন

মৌসুম শেষ হলেও ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকায় একটি বাড়িতে গাছে গাছে আম ঝুলছে। আমগুলো নাবি জাতের বলে জানিয়েছেন বাগান মালিক আয়েশা সিদ্দিকা। জাতটি সম্প্রসারণে সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁওয়ের ঘোষপাড়াবাসী আয়েশা সিদ্দিকা রাজশাহী কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে আট-নয় বছর আগে নাবি জাতের আমের কয়েকটি চারা সংগ্রহ করেন। নিবিঢ় পরিচর্যায় বাগানের গাছগুলো তাড়াতাড়ি বেড়েও ওঠে। এই গাছগুলোর আম আকারে বড় ও খেতে সুস্বাদু।

আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার পর এ গাছগুলোতে ফল আসা শুরু করে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আম থাকে বাগানে।

আয়েশা সিদ্দিকা বলেন, ৪ বছর ধরে আমি এই আম পাচ্ছি। এই আম আশ্বিন মাস পর্যন্ত থাকে।

ব্যাপকহারে নাবি জাতের আম সম্প্রসারনে উদ্যোগ গ্রহণের কথা জানাচ্ছে  ঠাকুরগাঁও’র কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আরশেদ আলী।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে এই আমের সন্ধান পেয়েছি। আমটির সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো আমটি সব থেকে দেরি করে আসে। আমটি ভালো করে সংরক্ষণ করা গেলে আগস্ট মাসের শেষে ও সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত আম পাবে সবাই।

আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, এ অঞ্চলে তিনিই প্রথম নাবি জাতের আম বাগান করেছেন।