চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঠাকুরগাঁওয়ে ঝড়ে আম বাগানের ব্যাপক ক্ষতি

ঝড়,দমকা হাওয়া ও বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে কয়েক শ’ বাগানের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোরে ঝড়ে বাগান গুলোর প্রায় ১০-১৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত আমচাষীরা।

চলতি মৌসুমে এক হেক্টর জমিতে আম চাষ হয়েছে, এখানকার কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে হেক্টরের বেশির ভাগই উচ্চফলনশীল (উফশী) আম্রপালি জাতের। জেলায় মোট আমবাগানের ৩০ শতাংশে আম্রপালি এবং বাকি বাগানগুলোতে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাইসহ অন্যান্য জাতের আম চাষ হচ্ছে। বোঁটার গোড়া নরম হওয়ায় ঝড়ে ল্যাংড়া ও আম্রপালির বেশি ক্ষতি হয়েছে।

ঝড়ের কারণে পীরগঞ্জসহ জেলার ৫টি উপজেলায় ব্যাপক তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে আমের। গত কয়েক বছর থেকে আমে লোকসান দেখে আসছেন চাষীরা।

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপ-সহকারী কৃষি অফিসার নূর নবী জানান, চলতি মৌসুমে করোনার প্রার্দুভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই আম্পান ঘূর্ণিঝড়ে আম গাছ থেকে ৫ ভাগ আম ঝড়ে পড়েছে বলছেন কৃষকরা। ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা- এটাও প্রশ্ন তাদের মনে।