চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্প-পুতিনের ঐতিহাসিক বৈঠকে যা ঘটলো

ফিনল্যান্ডের হেলসিংকির প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক। বৈঠককে দুই দেশের অনেক সমস্যা সমাধানের পদক্ষেপ বলে আশা প্রকাশ করেছেন দুই নেতা। দুই ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে উঠে আসে সিরিয়াসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় পরে সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা। দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বৈঠকটিকে শুভ সূচনা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নাকচ করেন তিনি। পরমাণু শক্তিধর দেশ হিসেবে দুই দেশের আরও দায়িত্বশীল ভূমিকার তাগিদ দেন ভ্লাদিমির পুতিন মার্কিন নির্বাচন নিয়ে তিনি বলেন রাশিয়া কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।