চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ট্রাম্পের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও অভিনেতা লারি শেরম্যান আর নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও হলিউড অভিনেতা লারি শেরম্যান আর নেই। গত  রোববার  নিউইয়র্কে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। তবে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ‘নর্থ বাই নর্থ’ চলচ্চিত্রে শেরম্যানকে দেখা গিয়েছিল ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায়। অন্যদিকে ‘ল এন্ড অর্ডার’ ছবিতে তিনি ছিলেন বিচারকের চরিত্রে। আরও বেশ কয়েকটি ছবিতে তাকে বিচারকের ভূমিকাতেই দেখা গেছে। তবে শেরম্যানকে অনেকেই মনে রাখবেন ১৯৬৯ সালের ‘মিডনাইট কাউবয়’ ছবিটির জন্য। একজন চালচুলোহীন মানুষের ভূমিকায় দারুণ অভিনয় ছিল তার। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল রবার্ট ডি নিরোর দ্যা কমেডিয়ান (২০১৬) ছবির ছোট্ট একটি চরিত্রে।

১৯৮০ সালে তাকে নিয়োগ দেয়া হয় ডোনাল্ড ট্রাম্পের জনসংযোগ কর্মকর্তা হিসেবে। তিনিই প্রথম ট্রাম্পের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। ডেকান ক্রনিকল