চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী করোনা আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এক টুইটবার্তায় ট্রাম্প জানান, দ্রুত সুস্থ হও রুডি। আমরা এগিয়ে যাবো।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের আইনী চ্যালেঞ্জগুলোর নেতৃত্ব দিচ্ছেন রুডি।  প্রেসিডেন্ট ট্রাম্পের আশেপাশের মানুষের মধ্যে সম্প্রতি তিনিই করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সুরক্ষা নির্দেশনা মেনে না চলায় এর আগে সমালোচিত হন প্রেসিডেন্ট ও তার দল। গত অক্টোবরে করোনাভাইরাসে আক্রান্ত হন ট্রাম্প নিজেও।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ৭৬ বছর বয়সী রুডিকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক টুইট বার্তায় সাবেক এই নিউ ইয়র্কের মেয়র শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

তবে রুডির কি কি লক্ষণ রয়েছে এবং কখন তিনি সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে দেড় কোটির বেশি মানুষ। প্রাণ হারিয়েছে অন্তত ২ লাখ ৮৯ হাজার।