চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ গ্রহণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দু’টি অভিযোগ গ্রহণ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচারসংক্রান্ত কমিটি।

অভিযোগ দু’টি হলো, ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসকে বাধাদান। অভিযোগগুলোতে ডেমোক্র্যাটরা সমর্থন দিলেও, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বিরোধিতা করে।

অভিযোগ দু’টির ভিত্তিতে আগামী সপ্তাহে ডেমোক্র্যাটনিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন বিষয়ে পূর্ণাঙ্গ ভোট হবে।

এর ফলে, মার্কিন ইতিহাসে অভিশংসনের মুখোমুখি হওয়া চতুর্থ প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।

তবে হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে আবারও ‘মিথ্যা’ বলে দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প যখন ২০২০ সালের নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন, সে সময় তার অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করন স্পিকার ন্যান্সি পেলোসি ও দলের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা।