চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ট্রাইসাইকেলে চড়ে খাবার পৌঁছে দিয়ে আলোচনায় তিনি

যে জীবনে কর্মস্পৃহা আছে, সে জীবনকে কোনো প্রতিবন্ধকতায় আটকে রাখা যায় না। তেমনই একজন ভারতের রামু খ্যাত জোমাতো। অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য সরবরাহের কাজ করছেন। যিনি শিখেয়েছেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তি হয়েও কিভাবে সম্মান নিয়ে বাঁচতে হয়।

অনলাইনে খাদ্য সরবরাহ এখন শহর জীবনে সাধারণ ব্যাপার। কিন্তু খাবার সরবরাহে কাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের খুব একটা দেখা যায় না। বিশেষভাবে সক্ষম জোমাতো ট্রাইসাইকেল চালিয়ে খাদ্য পৌঁছানোর কাজ করছেন। বিশেষ যোগ্যতা সম্পূর্ণ রামুর  খাবার সরবরাহের ভিডিওটি কোম্পানির টুইটারে ছাড়া হলে তা মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ওই কোম্পানি টুইটারে লিখেছে, আমরা এরকম কর্মী পেয়ে গর্বিত, যারা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের ভালো খাবারগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেয়।

খাবার সরবরাহকারী ওই প্রতিষ্ঠান রাজু নামের আরো এক ব্যক্তিকে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য এই চাকুরী দিয়েছেন। তাকে নিয়েও অনেকেই টুইট করেছেন।