চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেস্ট চ্যাম্পিয়নশিপে বেহাল দশায় বাংলাদেশ

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে নিজেদের বেহাল দশা আরও বাড়াল বাংলাদেশ।

নয় দলের ভেতরে অষ্টম স্থানে আছে মুমিনুল হকের টেস্ট দল। ৬ ম্যাচে এক জয় ও ৫ হারে পয়েন্ট ১২। শতকরা জয়ের হার ২০ শতাংশ। মাউন্ট মঙ্গানুইতে কিউইদের বিপক্ষে একমাত্র জয়টি এনেছিল টাইগাররা।

অথচ ওয়ানডে সুপার লিগে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই করা থেকে হাতছোঁয়া দূরত্বে তামিম ইকবালের দল। সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়ে তারা টেস্টেও ভালো কিছু করার আশা জাগিয়েছিল। যা বাস্তবে ধরা দেয়নি।

আইপিএলে খেলা সাউথ আফ্রিকার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে প্রোটিয়ারা।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। পরে নিউজিল্যান্ডের মাটিতে তারা ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে। সবশেষ মুমিনুল হকের দলকে হোয়াইটওয়াশ করল। লাল বলের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাওয়া ডিন এলগারের দল টেস্ট চ্যাম্পিয়নশিপে শক্তিমত্তা জানান দিচ্ছে ধারাবাহিকভাবে।

২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এপর্যন্ত ৭ ম্যাচ খেলা সাউথ আফ্রিকা ৫ জয় ও ২ হারে পেয়েছে ৬০ পয়েন্ট। জয়ের হার শতকরা ৬৬.৬৬ শতাংশ। টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া, ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট তুলেছে। জয়ের হার শতকরা ৭৫ শতাংশ।

তিনে নেমে যাওয়া ভারত ১২ ম্যাচে ৬ জয়, ৩ হার, ২ ড্র ও এক পরিত্যক্ত ম্যাচের সুবাদে পেয়েছে ৭৭ পয়েন্ট। জয়ের হার শতকরা ৫৮.৩৩ শতাংশ। ৭ ম্যাচে ৩ জয় ২ হার ও ২ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। জয়ের হার শতকরা ৫২.৩৮ শতাংশ।

পাঁচ নম্বরে ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। জয়ের হার শতকরা ৫০ শতাংশ। নিউজিল্যান্ডের ৬ ম্যাচে ২ জয়, ৩ হার ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট, জয়ের শতকরা হার ৩৮.৮৮ শতাংশ, রয়েছে ষষ্ঠ স্থানে। ৭ ম্যাচে ২ জয় ৩ হার ও ২ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে সাতে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের হার ৩৫.৭১ শতাংশ।

সবার নিচে ইংল্যান্ড, ১৩ ম্যাচের ভেতর কেবল একটিতে জিতেছে। ৭ হার ও ৪ ড্রসহ তাদের পয়েন্ট ১৮। শতকরা জয়ের হার ১২.৫০ শতাংশ।