চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টেস্টে অনীহার অভিযোগ উড়িয়ে দিলেন রুবেল

বললেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন; রুবেল হোসেন টেস্ট খেলতে চান না। লাল বলে লম্বা স্পেল ধরে বোলিং করার ঝক্কি নিতে অনাগ্রহ তার। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে টাইগার পেসার বললেন, এটা সম্পূর্ণ মিথ্যা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মিরপুরে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। টেস্ট দলে অনিয়মিত হয়ে পড়া রুবেল বুধবার সাদা বলে অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সম্পর্কে চাউর হওয়া অভিযোগের জবাব দিয়েছেন। জানালেন, দীর্ঘ পরিসরের ক্রিকেট উপভোগ করার কথা।

‘এটা(টেস্ট খেলতে অনীহা) সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। টেস্ট খেলতে চাইব না কিসের জন্য? ক্রিকেটই আমার রুটি-রুজি। এটার উপরেই আমি চলি, পরিবার চলে। তাই না? এটার সাথে তো চিটিং করার কিছু নেই। জানি না এটা কারা বের করছে, কিন্তু কখনই বলিনি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

দেশের মাটিতে টেস্ট হলে খেলতে অনীহার অভিযোগে রুবেল বললেন, ‘না, না, এ ধরনের কিছু না। বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো। টেস্ট যদি উপভোগ না করতাম তাহলে এটাকে(চার দিনের ম্যাচ) এড়িয়ে চলতাম। আমি এটার(ক্রিকেট) সাথে কখনোই চিটিং করি না।’

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সাকিব, মোস্তাফিজ, রুবেল টেস্ট খেলতে চান না। অভিযোগ ওঠার পর এই প্রথম মুখ ‍খুললেন এ টাইগার পেসার।

দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে রুবেল ৯৩ ওয়ানডে, ২৭ টি-টুয়েন্টি ও ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে পরপর দুটি টেস্ট সিরিজে ছিলেন না টাইগার স্কোয়াডে। টেস্ট সবশেষ খেলেছেন জুলাইয়ে উইন্ডিজ সফরে।

সম্প্রতি চার দিনের ম্যাচের ফ্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল) দুটি রাউন্ড খেলেছেন রুবেল। জিম্বাবুয়ে ও উইন্ডিজের বিপক্ষে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন বিসিবি একাদশের হয়ে, ছিলেন অধিনায়ক।