চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্ট চূড়ান্ত

গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮ এর গ্র্যান্ড ফিনালের জন্য ৭ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে। ১৪’শর এর বেশি আবেদন পত্র বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন।

এই ফাইনালিস্টরা হচ্ছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ এর ইফতেখার মাহমুদ।

গ্রান্ড ফিনালেতে বিজয়ী দুই জন এবছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার প্রদানের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন।প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়। এই উদ্যােগের এ বছরের থিম হচ্ছে ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস’।