চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টি-টুয়েন্টির দ্রুততম শতকের রেকর্ডবুকে রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর টি-টুয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ড ছুঁয়েছেন রোহিত শর্মা। শুক্রবার দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩৫ বলে শতক হাঁকিয়ে ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে দ্রুততম শতকের মালিক হন।

ভারত এদিন আগে ব্যাট করে লোকেশ রাহুল আর রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পায়। দুজনে ১৩.৪ ওভারের ভেতর ১৭৬ রান তুলে ফেলেন। ১৪তম ওভারে রোহিত যখন ফেরেন তখন তার নামের পাশে ১১৮ রান। ৪৩ বলে ১২টি চার আর ১০টি ছয়ে এই রান করেন তিনি।

রোহিত এদিন অর্ধশতকে পৌঁছান ২৩ বলে। লোকেশকে নিয়ে ৮.৪ ওভারের ভেতর দলীয় শতরান পূরণ করেন।

৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভারত প্রথমটিতে ৯৩ রানে জয় পায়। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

মিলার গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ৪৫ বলে। সেটির মালিক সাউথ আফ্রিকার আরেক ব্যাটসম্যান রিচার্ড লেভি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।