চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিনএজারদের সোশ্যাল মিডিয়া আসক্তি, নিজেকে দুষছেন প্যারিস হিলটন

তারকারা কী করছেন তা নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের। বিশেষ করে টিনএজাররা তাদের প্রিয় তারকাদের অনুসরণ ও অনুকরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে অনুশোচনায় ভুগছেন প্যারিস হিলটন।

সোশ্যাল মিডিয়ায় প্যারিস হিলটনের ১২.৭ মিলিয়ন ফলোয়ার। সম্প্রতি তিনি তার নতুন ইউটিউব ডকুমেন্টারি ‘দিস ইজ প্যারিস’-এ টিনএজারদের সোশ্যাল মিডিয়ায় আসক্তির দায় কাঁধে নিয়েছেন।

তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি নিজেকে দায়ী মনে করেন? অনেকেই বলে থাকেন যে আপনিই এই আসক্তির পেছনে দায়ী।’

প্যারিস হিলটন বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কাটানো সময়গুলোকে একসাথে হিসেব করলে দেখা যায়, ফোনের দিকে তাকিয়ে আসলে কয়েক বছর কেটে গেছে। এতটা তো ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘৯-১০ বছর বয়সের ছোট মেয়েরাও নিখুঁত সেলফি তোলার চেষ্টা করছে, ছবিতে ফিল্টার ব্যবহার করছে। ফিল্টার ছাড়া নিজের দিকে তারা তাকাতেও চায় না।’

‘সবাই বলেন আমি অনুপ্রেরণা যোগাই, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমিই এই দানবটি সৃষ্টির পেছনে দায়ী’, বললেন প্যারিস হিলটন।

প্যারিস হিলটন জানান তিনি দিনে প্রায় ১৬ ঘণ্টা কাটান সোশ্যাল মিডিয়ায়। এই সময়টাতে ভক্তদের মেসেজ ও কমেন্ট পড়েন তিনি।