চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিকটক, লাইকি ও বিগো বন্ধে হাইকোর্টে রিট

টিকটক, লাইকি ও বিগো লাইভ অ্যাপস বন্ধ বা নিষিদ্ধের ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন (রবিন)। রিটে অ্যাপসগুলো বন্ধ চাওয়া সহ রুলও চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে আইনজীবী মো. জে আর খাঁন রবিন টিকটক, লাইকি ও বিগো লাইভ অ্যাপস বন্ধ বা নিষিদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ‘এসব অ্যাপ ব্যবহারে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। এছাড়া তরুণ বা কিশোর গ্যাং গড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে হয়ে উঠছে সহিংস। এছাড়া বিগো-লাইভ আ্যপের মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে অনেকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।’

এই নোটিশের জবাব না পেয়ে অবশেষে রিট করা হয়েছে বলে জানান আইনজীবী মো. জে আর খাঁন রবিন।