চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাভেলা সিজারের মরদেহ হস্তান্তর

রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইতালীয় নাগরিক টাভেলা সিজার মরদেহ ইতালি’র দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজই তার মরদেহ নিয়ে ইতালি নিয়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকার ইতালীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে মরদেহ তাদের বুঝিয়ে দেয় ঢাকা মেডিকেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ময়না তদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ নেওয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দূতাবাস কর্মকর্তারা দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা টাভেলা সিজার গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্তের পর থেকে তার মরদেহ সেখানেই রাখা হয়েছিলো।

হত্যাকাণ্ডের পর আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ খবর দিলেও তার কোনো ভিত্তি নেই বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।