চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ফরিদপুরের মরিচ চাষিরা

টানা বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে ফরিদপুরের মরিচ চাষিরা। জেলায় সবচেয়ে বেশি মরিচের আবাদ হয় মধুখালী উপজেলায়। উপজেলার কাটাখালি, মেঘচামি, খালকূলা, বাঘাট ও চানপুরা গ্রামের বেশিরভাগ জমিতে আবাদ হয়েছে মরিচ।

ফরিদপুরের চাষিদের বেঁচে থাকার প্রধান অবলম্বন মরিচের আবাদ। তবে এবার চাষিরা বললেন, টানা বৃষ্টির কারণে মরিচের গাছের আগা পঁচে যাচ্ছে, ফুল আসছে কিন্তু বৃষ্টির কারণে সেগুলোও পঁচে যাচ্ছে।

তারপরও যে পরিমাণ মরিচ হচ্ছে তাতে ভালো দাম পেলে ধার দেনা শোধ করতে পারতেন বলেই বললেন কৃষকরা। তাহলে এতটা ক্ষতির মুখেও পরতে হতো না তাদের।

মরিচ ক্ষেতে স্বল্পকালীন সবজি চাষের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ বলেন, সাম্প্রতিক অতি বৃষ্টি শেষ হওয়ার পর পানি এখন আর গাছের গোড়ায় জমে নাই। পানি নেমে গেছে। কিন্ত মরিচ এমন একটা ফসল যে অতিবৃষ্টি এবং পানি গোড়ায় জমলে পরে রোদ হলেও রোগাক্রান্ত হয়ে মরিচ গাছ মারা যায়। আমরা ইতিমধ্যে কয়েকটা মৃত মরিচ গাছ দেখেছি। কৃষকদের আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছি।

এই মৌসুমে জেলায় তিন হাজার ৮শত ৪০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।