চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী ১ লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে ইমরুল কায়েস। তিনি পেয়েছেন ১৬শ’ ৯৬ ভোট। অপর প্রার্থী বিএনএফ-এর প্রার্থী আতাউর রহমান পেয়েছেন টেলিভিশন প্রতীকে ১৩শ’ ২০ ভোট।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন মোট ১০৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এছাড়াও ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে বল্লভবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।

কালিহাতি আসনে ১৩ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে মোট পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৮৩৩, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৭ মোট ভোটার ভোটার ৩ লাখ ০৭ হাজার ৭০০। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।