চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলে অবৈধ কয়লা কারখানায় পরিবেশ বিপর্যয়

টাঙ্গাইলের কির্ত্তনখোলা গ্রামে গড়ে উঠেছে কয়লা তৈরির অবৈধ কারখানা। অননুমোদিত এ কারখানায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হয়। একদিকে কাঠের যোগান দিতে বনভূমি উজাড় হচ্ছে অন্যদিকে সব সময়ই এর ধোঁয়ায় আচ্ছন্ন থাকছে পুরো এলাকা।

টাঙ্গাইলের সখীপুরে বনভূমি সংলগ্ন প্রত্যন্ত গ্রাম কির্ত্তনখোলা। এখানে অনুমতি ছাড়াই কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছে সংঘবদ্ধ চক্র। ৮টি চুল্লিতে বনের গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। এসব চুল্লির ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা।

দূষণের কারণে আশেপাশের ফসলি জমির ফসল ভাল হচ্ছে না, ফল আসছে না গাছপালাতেও। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ। তাদের অভিযোগ, বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোন ফল পাওয়া যায়নি।

তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন, টাঙ্গাইলের সখীপুরের  উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌসুমী সরকার রাখী।

দ্রুত এসব কারখানা বন্ধ করা না গেলে একদিকে গাছপালা উজাড় অন্যদিকে দূষণে পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

অপরিকল্পিতভাবে কয়লাভাটা নির্মাণ করায় পরিবেশের উপর নেমে এসেছে বিপর্যয়। এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

অারও দেখুন ভিডিও রিপোর্টে: