চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে বাড়ছে আখের চাষ

টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে আখের আবাদ বাড়ছে। আগে যেসব জমিতে রবি শস্য ও কিছু কিছু ধান আবাদ হতো, কয়েক বছর ধরে সে জমিতে আখ আবাদ করছেন কৃষক। উৎপাদন খরচ বাদ দিয়ে তাদের লাভ থাকছে প্রায় চারগুণ।

টাঙ্গাইল জেলায় প্রায় দু’হাজার হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে এবার। বিশেষ করে জেলা সদর ও দেলদুয়ার উপজেলার চরাঞ্চলে বাড়ছে আখের আবাদ। প্রতি বিঘা জমিতে আখ আবাদে কৃষকের খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ থাকছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।

কৃষকেরা বলছেন, এবার ফসল ভালো হয়েছে। তাই আশা করছি ভালো লাভ থাকবে।

আখের পাশাপাশি সাথী ফসল হিসেবে কৃষক আবাদ করেছেন নানান সবজি। সবজির আয় থেকে উঠে আসছে সামগ্রিক উৎপাদন খরচ। তারা বলেন, এবার আখের সঙ্গে সাথী ফসল হিসেবে আমরা অন্যান্য সবজির আবাদ করেছি। এতে করে খরচের টাকা উঠে আসবে বলে আশা করছি।

কৃষকের বাড়িতে এসে আখ কিনে নিয়ে যাচ্ছেন পাইকার। আখ আবাদে কৃষককে পরামর্শ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টাঙ্গাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বীজসহ পর্যাপ্ত প্রযুক্তি সহায়তা দিচ্ছি, আশা করা হচ্ছে এবছর কৃষকরা তার ফল পাবে।