চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলের ঝিনাই নদীতে চলছে অপরিকল্পিত বালু উত্তোলন

মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় বদলে যাচ্ছে টাঙ্গাইলের ঝিনাই নদীর গতি-প্রকৃতি। এতে বদলে যাচ্ছে এলাকার প্রতিবেশ ব্যবস্থা, বিরূপ প্রভাব পড়ছে প্রাণিকূলে। বাড়ছে পাড় ভাঙ্গনের শঙ্কা।

টাঙ্গাইলে বাসাইলের ওপর দিয়ে বয়ে গেছে এই নদী ঝিনাই। স্থানীয়রা বলছেন, ইজারাদাররা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতি বছরই গতিপথ পরিবর্তন করছে নদীটি, পাড় ভেঙ্গে ভরাট হয়ে যাচ্ছে। ভাঙ্গনে এরই মধ্যে বিদ্যালয়, ব্রিজ, শহীদ মিনারের সঙ্গে গাছপালাও বিলীন হয়ে গেছে।

সুষ্ঠুভাবে নদীর বয়ে চলা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

নদী ভাঙ্গনের কারণে এলাকার জীববৈচিত্র্যের ওপরও প্রভাব পড়ছে। এভাবে ঝিনাইয়ের গতি-প্রকৃতি বদলে যাওয়ায় নষ্ট হচ্ছে নদীকেন্দ্রিক বাস্তুব্যবস্থা।

পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এখনি এই নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলছেন পরিবেশকর্মীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: