চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাইব্রেকারের জয়ে ‘আরও আত্মবিশ্বাসী’ ইংল্যান্ড

নিজেদের ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে জয় পেয়ে দলের মানসিকতার উন্নতি দেখছেন ইংল্যান্ডের হ্যারি কেন। তিনি বলছেন, এই জয়ের ফলে বিশ্বকাপ জিততে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

এদিন নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। সেখানে কেনরা ৪-৩ ব্যবধানে জয় পান।

‘আমি ভীষণ গর্বিত। নির্ধারিত সময়ের শেষদিকে গোল হজম করাটা দুর্ভাগ্য। কিন্তু যেভাবে শ্যুটআউটে জয় পেয়েছি সেটি আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলছে। এই জয় আমাদের একতা আর মানসিক শক্তির প্রতিফলন।’

বিশ্বকাপের ইতিহাসে আগে তিনবার টাইব্রেকে গড়ানো ম্যাচে ব্যর্থ ইংলিশরা এই প্রথম সাফল্য পায়। কেন বলেন, পেনাল্টির সময়ও ইতিহাসের কথা তাদের মাথায় এসেছিল।

‘আমাদের জন্য বড় রাত। সবাই জানতাম পেনাল্টিতে ইংল্যান্ডের ইতিহাস ভাল নয়। কিন্তু এবার তেমন কিছু হয়নি।’