চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টাইগার ডেরায় কুপোকাত পাকিস্তান

৩৩ মোকাবেলার ৩১ টিতেই জয়। প্রথম ও শেষ কবে টাইগারদের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান তা মনে করতে হলে স্মৃতির পাতা হাতড়ে অনেকটাই পেছনে ফিরে যেতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তান যখন নর্দাম্পটনের বাংলাদেশের বিপক্ষে হারে তখন সেটাকে সবাই অঘটন হিসাবেই দেখেছিল। কেননা ঐ বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল ওয়াসিম আকরামের নেতৃত্বধীন পাকিস্তান।

তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ যে দেশের মাটিতে কাউকে ছেড়ে কথা বলবে না এমন ইঙ্গিত ছিল আগেই। সাকিব তো বলেই রেখেছিলেন পাকিস্তান নয় আমরাই ফেভারিট।তবে প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বিশাল জয় ।এমনকি ভাবতে পেরেছিলেন চরম স্বপ্ন বিলাসী টাইগার ক্রিকেট ভক্তরাও। এখন অপেক্ষা বাংলাওয়াশের। ২২ এপ্রিল তৃতীয় ওয়ানডেতে মাশরাফি বাহিনী পাকিস্তানকে হারাতে পারলে তবেই প্রথম বারের মত পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।