বাঘের ছবি সম্বলিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ‘লোগো’ যা টাইগাররা বুকে ধারণ করে খেলেন। ওই লোগো এখন বাংলাদেশের পরিচায়ক। ওই কালজয়ী লোগোর ডিজাইনার রেজাউল হায়দারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার।
ঢাকা থিয়েটারের তিন দশকের কর্মী রেজাউল গত বছর ৮ সেপ্টেম্বর নিজ বাসায় দু’দিন মৃত অবস্থায় পড়ে ছিলেন। তার সন্তানেরা তার অজান্তে চলে গিয়েছে সুইডেনে তাদের মায়ের কাছে। দেশত্যাগের সময় একবার স্মরণও করেনি তাকে।
ঢাকা থিয়েটারের কিত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, ধূর্তউই, চাকা, একাত্তরের পালা, যৈবতীকন্যার মন-এর মতো অনেক নাটকে রেজাউল হায়দারের শৈল্পিক ছাপ রয়েছে।
রেজাউল হায়দার তার বর্ণিল সৃষ্টির মধ্যদিয়ে তিনি অমরত্ব লাভ করবেন, টাইগারদের বুকে থাকবে সেই অনন্য সৃষ্টি।






