চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টসে জেতা সেই মালদ্বীপই সাফের চ্যাম্পিয়ন

গ্রুপপর্বে কোনো জয় নেই, গোলও নেই। তার উপর টস ভাগ্যে জিতে নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। কিন্তু নেপালের বিপক্ষে সেমি থেকেই ঘুরে দাঁড়ানো শুরু। এরপর ফাইনালে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফের শ্রেষ্ঠত্ব ঘরে তুলেছে মালদ্বীপ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সাফ সুজুকি কাপের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ২-০ গোলে হারিয়ে সাফের সেরা হয়েছে ২০০৮ সালের সাউথ এশিয়ার শিরোপাজয়ী মালদ্বীপ।

এই ভারতের বিপক্ষেই গ্রুপপর্বে ২-০ গোলে উড়ে গিয়েছিল মালদ্বীপ। সেই জ্বালা মেটাতেই যেন ফাইনালে গুনেগুনে দুই গোল দেয় দ্বীপরাষ্ট্রটি। শুরুটা করেন ইব্রাহিম হোসেন। ১৯ মিনিটে সেন্ট্রাল ডি-বক্স থেকে ডান পায়ের শটে বল জালে জড়ালে স্তব্ধ হয়ে পড়ে ভারত।

এক গোলে এগিয়ে থাকা ব্যবধানকে নিরাপদ ভাবেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে আলি ফাজিরের গোলটি তাই শুধু নিরাপত্তাই নয়, শিরোপাও নিশ্চিত করে দেয় পিটার সেগার্তের শিষ্যদের।