চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টম ক্রুজের ছবিতে যেমন সাউন্ড পাওয়া যায়, ‘দিন- দ্য ডে’ ছবিতেও তেমন পাওয়া যাবে : অনন্ত

বাংলাদেশে ছবি নির্মাণ কমে গেছে। আগে শতাধিক সিনেমা নির্মাণ হলেও এখন ৫০টিও হয় না। ছবি নির্মাণ কমে যাওয়ার কারণ উল্লেখ করে অনন্ত জলিল বলেছেন: এফডিসিতে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটির জন্য কেউ ছবি বানাতে চায় না।

আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল আরও বলেন, মানুষ যে কাজটা করে ভালোবেসে করে। একইভাবে ভালোবেসে ছবি বানাতে আসে। কিন্তু এসে যদি দেখে ঝগড়া লেগে আছে তাহলে কেন ছবি বানাবে? এফডিসিতে গেলে একজন আরেকজনের পিছনে লেগে থাকে, দোষারোপ করে; এসবের কারণে কেউ ঝামেলায় জড়াতে চায় না বলে ছবিতে বিনিয়োগ করতে চায় না।