চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঝুলে গেল রায়

এমপিপুত্র রনির বিরুদ্ধে খুনের মামলা

ঘোষণা থাকার পরও রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে মামলায় রায় দেননি আদালত। মঙ্গলবার রায় না দিয়ে আদালত বলেছেন, এ মামলায় আরো যুক্তিতর্ক শুনানির প্রয়োজন রয়েছে। 

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুনের আদালতে আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণার কথা ছিল।

আগামী ৪ জুন এ মামলায় নতুন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন অাদালত।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ এপ্রিল রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন আদালত।

২০১৫ সালের ১৩ এপ্রিল মধ্যরাতে রাজধানীর ইস্কাটনে মদ্যপ অবস্থায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে রনির পিস্তল থেকে ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে দৈনিক জনকণ্ঠের সিএনজি অটোরিক্সাচালক ইয়াকুব আলী এবং রিক্সাচালক আব্দুল হাকিম নিহত হন।

পরের বছরের ১১ এপ্রিল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এ আদেশের মধ্য দিয়ে প্রায় ১ বছর পর মামলার বিচার কার্যক্রম শুরু হয়।