চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝুঁকিতে গন্ডামারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষার আলো ছড়াতে ১৯৩৬ সালে ভাওয়াল জয়দেবপুরের জমিদার রমেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করেন চাঁদপুরের গন্ডামারা বহুমুখী উচ্চবিদ্যালয়। ১৯৫২ সালে স্কুলটি এখানে স্থানান্তরিত হয়। ৫২ সালের পর থেকে এই বিদ্যালয়ে খুব একটা অর্থ বরাদ্দ করেনি মন্ত্রণালয়। এ কারণে ঝুঁকির মধ্যে আছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির শিক্ষক তাহমিনা আক্তার বলেন, আমাদের উপরের ছাদগুলি খসে খসে পড়ে। শিক্ষার্থীদের উপর প্রায়ই উপর থেকে সিমেন্টের টুকরাগুলো পড়ে। তাই তারা পড়াশোনার চাইতে আতঙ্কেই বেশি থাকে।

শিক্ষকরা বলছেন খুব দ্রুত সমস্যার সমাধান করা না হলে খোলা আকাশের নিচে কার্যক্রম পরিচালনা করা ছাড়া বিকল্প কোন উপায় নেই তাদের কাছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমি যেই ভবনটিতে অফিস করি সেটা প্রায় পরিত্যক্ত বলতে গেলে। আরেকটি ভবন আছে পরিত্যক্ত। আমার এখন ভবন দরকার। বিজ্ঞানাগার দরকার।

বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী বলেন, বিভিন্ন পরিত্যক্ত ভবনগুলিতে আমাদের ক্লাস করতে হয়। খুব ঝুঁকির মধ্যে ক্লাস করি। ছেলেমেয়েরা অনেকসময় চেঁচামেচি করে। আমাদের সর্বপ্রথম শ্রেণীকক্ষের জন্য একটা ভবন দরকার।