চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝালকাঠিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মুগডালের আবাদ

ঝালকাঠিতে বাড়ছে মুগডালের আবাদ। সবচেয়ে বেশী আবাদ হয়েছে বারি-১৪ জাতের মুগডাল। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক।

জেলার কাঁঠালিয়া উপজেলার কিছু অংশে বেড়িবাঁধ নির্মান হওয়ায় সেখানে রবি মৌসুমে পড়ে থাকা পতিত জমিতে মুগডালের চাষ করেছেন কৃষক। আগে বেড়িবাঁধ না থাকায় রবি মৌসুমে ফসল তোলার আগেই তা নদীতে তলিয়ে যেত। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো বেশি জমিতে আবাদ হয়েছে মুগডাল।

এবারের ফলন অনেক ভালো হওয়ায় সন্তুষ্ট কৃষকরা। ভবিষ্যতে আবারও মুগডাল চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা।

জেলার চার উপজেলায় এ বছর ১৪৬০ হেক্টর জমিতে মুগডাল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। আবাদ হয়েছে ১৭৯০ হেক্টরে। ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি দেড় মেট্রিক টন।

ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানান, প্রতি এক বিঘা জমিতে প্রায় ৯ মণ ডাল উৎপন্ন হয়েছে। প্রথমবারের মতো মুগডাল চাষ করা কৃষকরা ফলনে খুব খুশি বলে জানান তিনি।

ঝালকাঠির শৌলজালিয়া ইউনিয়নে বেড়িবাঁধের আওতায় রঘুরচরে প্রায় একশ’ একর জমিতে দুই শতাধিক কৃষক মুগডালের আবাদ করেছেন।