চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঝলমলে সকালে সাইফকে হারানোর হতাশা

৯৯ বল, ৩৭ রান, সোয়া এক ঘণ্টা। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে এসময়টুকুই নিয়েছে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ক্রিজে এসেছিল দলটি। স্বাগতিকরা অবশ্য লাঞ্চ বিরতির আগেই হারিয়ে বসেছে ওপেনার সাইফ হাসানকে।

পাকিস্তানের মাটিতে অভিষিক্ত সাইফ টানা তৃতীয় ইনিংসে সম্ভাবনার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না। রোববার বাউন্ডারিতে রানের খাতা খোলার পর কেবল ৮ রানেই থেমেছে তার দুই বাউন্ডারির ১২ বলের ইনিংসটি। নায়াউচির অফস্টাম্পের বাইরের বলটি ডানহাতি টাইগারের ব্যাটের কানায় চুমু দিয়ে উইকেটের পেছনে চাকাভার গ্লাভসে জমা পড়ে।

জিম্বাবুয়ে-২৬৫, বাংলাদেশ-২৫/১ (মধ্যাহ্ন বিরতি)

তামিম ইকবাল ১০ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে অপরাজিত আছেন।

সকালের ঘণ্টায় ছিল আগেরদিনের শেষ সেশনের ধারাবাহিকতা। তাতে ২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে। আগেরদিনই ৪ উইকেট নেয়া নাঈম হাসানের সঙ্গে আবু জায়েদ রাহির পাশেও যোগ হয়েছে ৪ উইকেট। বাকি দুই উইকেট বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।