চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়পুরহাটে বিনোদনের একমাত্র ভরসা শিশু উদ্যান

জয়পুরহাটে বেসরকারিভাবে গড়ে ওঠেছে একমাত্র বিনোদন কেন্দ্র শিশু উদ্যান। শিশুদের জন্য হলেও জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের সকল বয়সী নারী-পুরুষের কাছে সমান জনপ্রিয় এ উদ্যান। প্রতিদিনই এখানে দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসছে।

২০০৫ সালে জয়পুরহাট জেলা শহরের হাতিল বুলুপাড়ায় প্রায় ১৪ বিঘা জমির ওপর সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে বিনোদন কেন্দ্র শিশু উদ্যোন।

বিনোদনের মাধ্যমে শিশুদের বহুমুখী শিক্ষার পাশাপশি বর্ণমালা পরিচয়, জীববৈচিত্র্য, সমাজ বিজ্ঞান এবং সাহিত্য জ্ঞানের নানা খুঁটিনাটি বিষয় এবং বাংলার নানা ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে ।

জয়পুরহাট শিশু উদ্যানের চেয়ারম্যান আমিনুল চৌধুরী বলেন, নামে শিশু উদ্যান হলেও সব বয়সী মানুষের কাছেই উদ্যানটি সমান জনপ্রিয়। শিশুদের শিক্ষা দানের পাশাপাশি আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে এ শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে বলে জানান এর উদ্যোক্তা।

দর্শনার্থীদের চাহিদার কথা বিচেনায় নিয়ে উদ্যানটিকে আরো প্রাণবন্ত করার উদ্যোগ বাস্তবায়নে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: