চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জয়নুল ও খোকনের আগাম জামিন

নাশকতা, পুলিশের কাজে বাধা এবং আসামি ছিনতাই চেষ্টা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এসব মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

রোববার জয়নুল আবেদীন ও খোকনের জামিন আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে জয়নুল অবেদীনের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ ও সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বিএনপির চেয়ারপার্সনের আদালতে যাওয়ার পথে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এনে রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ।

ওই তিন মামলাতেই সমিতির সভাপতি-সম্পাদককে আসামি করা হয়।