চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাবুলের পরিবারের

মিরপুরের গুদারাঘাট এলাকায় আগুনে পুড়ে চা দোকানী বাবুল মাতবরের মৃত্যুতে তার পরিবারে এখন শুধুই শোক। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে শুধু প্রত্যাহার কিংবা সাময়িক বরখাস্ত নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাবুলের পরিবার এবং এলাকাবাসী।

বাবুলের স্মৃতি হাতড়ে এখনো কাঁদছেন স্বজনেরা। রাষ্ট্রীয় কোনো কর্তাব্যক্তি না এলেও এলাকাবাসীরা বাবুলের পরিবারকে জানাচ্ছেন সহমর্মিতা। ভাগ্নেকে হারিয়ে শোকে কাতর বাবুলের খালা। বাকরুদ্ধ বাবুলের স্ত্রী। দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। সঙ্গে ভয়ও আছে তাদের। ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শাহ আলী থানার তিন সাব ইন্সপেক্টরসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় বাবুলের পরিবার। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি।

ঘটনা তদন্তে পৃথক দু’টি কমিটি করেছে পুলিশ। আর শাহ আলী থানায় মামলা হয়েছে এলাকার মাদক ব্যবসায়ী পারুল বেগম, পুলিশের সোর্স দেলোয়ার এবং অজ্ঞাতনামাসহ মোট ১০ জনের বিরুদ্ধে। তবে বরখাস্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়নি কোনো পক্ষ থেকে।