চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেবা পেতে লাগবে ’প্রবাসী কার্ড’

সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রবাসীদের যে কোনো ধরনের সেবা নিতে হলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেয়া মেম্বরশীপ আইডি কার্ড অথবা বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্মানিত প্রবাসীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক প্রদেয় যে কোনো ধরনের সেবা প্রাপ্তির জন্য ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদত্ত মেম্বরশীপ আইডি কার্ড অথবা বিএমইটি কর্তৃক প্রদত্ত বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তা ছাড়া পাসপোর্ট নবায়নের জন্য এই কার্ডের কপি দাখিল বাধ্যতামূলক করার জন্য প্রেরিত প্রস্তাব অচিরেই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হবে মর্মে আশা করা যাচ্ছে। অনুগ্রহ পূর্বক আপনার কাঙ্ক্ষিত সেবা গ্রহণের পূর্বে শ্রমকল্যাণ উইং (কক্ষ নং -১০০৫ কপতক্ষ) হতে আপনার মেম্বরশীপ আইডি কার্ড (প্রবাসী কার্ড) গ্রহণ করুন এবং কনস্যুলেট হতে আপনার কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করুন।