চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুলাই পর্যন্ত পেছালো কান চলচ্চিত্র উৎসব

বিশ্বের জৌলুসময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব কান। এই উৎসবের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন সিনেমাপ্রেমিরা, উৎসবের সেরা পুরস্কারটি যাচ্ছে কার হাতে সেটা দেখার জন্য। করোনভাইরাসের প্রাদুর্ভাবে গত বছর কান উৎসবের আয়োজন হয়নি। জানা গেল এবছরের মে মাসেও হচ্ছে না কান উৎসব। জুলাই পর্যন্ত পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

১১ মে থেকে ২২ মে পর্যন্ত কান উৎসবের আয়োজন করার কথা ছিল। কিন্তু সার্বিক বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে উৎসব পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আয়োজকরা। জুলাইতে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত।

জুন মাসে কান শহরে মিপিম রিয়েল এস্টেট সম্মেলনের আয়োজন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে জুলাইতে কান উৎসবের আয়োজন করা যাবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আয়োজকরা জানিয়েছেন, আগস্ট বা সেপ্টেম্বরের পরে আর দেরী করবেন না তারা। কারণ এরপর ভেনিস ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। ডেডলাইন