চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুলাই থেকে আবারও গণভ্যাকসিন কর্মসূচি

জুলাই মাস থেকে আবারো ব্যাপক গণভ্যাকসিন কর্মসূচি শুরু হবে। সংসদে বাজেট আলোচনায় এই আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আশা, করোনার ভ্যাকসিন নিয়ে সামনে আর কোন সমস্যা হবে না, কারণ চীন এবং রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

ভারতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় ভ্যাকসিন পেতে সাময়িক সমস্যা হয়েছিলো বলে জানান প্রধানমন্ত্রী। ফাইজারের যে ভ্যাকসিন আছে তা বিদেশগামীদের দ্রুত দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, করোনাকালে ১৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের ১৫.২ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে যা অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা হবে।