চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুভেন্টাসের ঝুলিতে টানা অষ্টম লিগ শিরোপা

টানা অষ্টম সিরি আ শিরোপা

লিগে এখনও পাঁচ ম্যাচ বাকি জুভেন্টাসের। সেটা হাতে রেখেই সিরি আ শিরোপা নিশ্চিত করল ইতালিয়ান জায়ান্টরা। এটা তাদের টানা অষ্টম লিগ টাইটেল জয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা রেকর্ড।

শনিবার ঘরের মাঠে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির শিষ্যরা। প্রতিযোগিতার সফলতম দল তারাই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সিরি আ-তে এ নিয়ে ৩৫বার টাইটেল জিতল জুভরা। দুইয়ে থাকা এসি মিলান ও ইন্টার মিলানের চেয়ে যা ১৬বার বেশি।

লিগে ৩৩ ম্যাচে ২৮ জয়, ২ হার ও ৩ ড্র মিলিয়ে তুরিনের বুড়িদের পয়েন্ট ৮৭। দুইয়ে থাকা নাপোলি ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে অনেকটা পেছনে। জুভেন্টাস যদি পরের সবগুলো ম্যাচে হারেও, আর নাপোলি সবগুলো জেতে, তবুও টপকে যেতে পারবে না রোনালদোদের।

ঘরের মাঠে এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকোলা মিলেঙ্কোভিচের গোলে শুরুতে পিছিয়ে পড়ে জুভেন্টাসই। ৩৭ মিনিটে অ্যালেক্স সান্দ্রো সমতা ফেরালে স্বস্তি আসে।

মধ্যবিরতির পর অতিথি দলের জার্মেন পিজ্জেলা নিজেদের জালেই বল জড়িয়ে দিলে এগিয়ে যায় জুভেন্টাস।

গোলটিতে অবশ্য রোনালদোরও ভূমিকা কম নয়। পর্তুগিজ তারকার জোরাল শট ফিওরেন্টিনা ডিফেন্ডার পিজ্জেলার গায়ে লেগে জালে ঢুকে যায়। শেষ পর্যন্ত ওই গোলটিই ফল নির্ধারক হয়ে দাঁড়ায় চ্যাম্পিয়নদের জন্য।