চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুনে বলিউডের পাঁচ ছবি, আগ্রহের শীর্ষে ‘ভারত’

মে মাস বলিউডের জন্য খুব একটা ভালো যায়নি। তবে জুন নিয়ে সিনেমাপ্রেমিদের মনে অনেক আশা। আর তার কারণ হলো জুনে আসছে সালমান খানের ছবি। এছাড়াও আছে তাপসী পান্নু, শহীদ কাপুর, প্রভুদেবা এবং আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সিনেমা। জেনে নিন সিনেমাগুলো সম্পর্কে:

ভারত: ৫ জুন মুক্তি পাচ্ছে ভারত। ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হচ্ছে সালমান খানের এই বিগ বাজেটের সিনেমা। কোরিয়ান চলচ্চিত্র ‘ওডি টু মাই ফাদার’ ছবির হিন্দি সংস্করণ ভারত। তৎকালীন ভারত ভাগের পটভূমি নিয়ে তৈরি হচ্ছে ‘ভারত’ ছবিটি। যেখানে পাঁচটি ভিন্ন রূপে হাজির হবেন সালমান। এই ছবিতে আরও আছেন ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাতানি, জ্যাকি শ্রফ, নোরা ফাতেহি, সোনালী কুলকার্নি, টাবু এবং আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

খামোসি: ১৪ জুন মুক্তি পাবে খামোসি সিনেমাটি। প্রভুদেবা এবং তামান্না ভাটিয়ার এই সিনেমাটি একটি হরর ড্রামা। চাকরি টলেটির লেখা গল্পে তৈরি এই সিনেমা প্রযোজনা করেছেন বসু ভাগনানি। এই ছবিতে আরও আছেন ভূমিকা চাওলা এবং সঞ্জয় শুরি।

গেম ওভার: ১৪ মুক্তি পাবে গেম ওভার সিনেমাটি। সাইকোলজিক্যাল থ্রিলার গল্প নির্ভর এই সিনেমাটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। পরিচালনা করেছেন আশ্বিন সারাভানা। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

কবির সিং: ২১ জুন মুক্তি পাবে শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’। ছবিটি ২০১৭ সালের তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’র রিমেক। পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমায় শহীদ কাপুরকে একজন খ্যাপাটে সার্জনের ভূমিকায় দেখা যাবে। শহীদের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

আর্টিক্যাল ১৫: ২৮ জুন মুক্তি পাবে আর্টিক্যাল-১৫। পরিচালনা করেছেন অনুভব সিনহা। ছবির মূল চরিত্রে আছেন আয়ুষ্মান খুরানা। ভারতের সংবিধানের পনের নম্বর অধ্যায়ের উপর নির্মাণ করা হয়েছে ছবিটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস